ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেশে ভোটার ১২ কোটি সাড়ে ১৮ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২ মার্চ ২০২৪ | আপডেট: ১৮:০৩, ২ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

দেশে ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি শনিবার ভোটারদের হালনাগাদকৃত এ তথ্য প্রকাশ করেছে।

ইসি প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার রয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ছয় কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ ও নারী পাঁচ কোটি ৯৭ লাখ চার হাজার ৬৪১ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯৩২ জন।

ইসি জানায়, দেশে ২০২৩ সালের ২ মার্চ ভোটার ছিলেন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। ওই বছরের ১৪ সেপ্টেম্বরে ভোটারের সংখ্যা দাঁড়ায় ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জনে।

ইসি আরও জানায়, ২০২৩ সালে হালনাগাদের পর ২১ লাখ ৬০ হাজার ৮৭১ জন নতুন ভোটার যুক্ত হন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি