ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান বিচারপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১৭ মার্চ ২০২৪ | আপডেট: ১৫:১৮, ১৭ মার্চ ২০২৪

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই যে সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে পারি। তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সুখ শান্তিতে বসবাস করার পূর্ব শর্তই হচ্ছে অসাম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি।

এরপর সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে অবস্থিত ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। এই সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে এক শিশু সমাবেশে বক্তৃতা করেন। প্রধান বিচারপতি বলেন, আজকের দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়েছে এই কারণে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিভা ছিল তার সাথে শিশু তথা পরবর্তী প্রজন্মের মাঝে তুলে ধরা। বঙ্গবন্ধু যে প্রতিভার বিকাশ ঘটিয়ে উচ্চ পর্যায়ে পৌঁছেছেন, জাতিকে নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীতে বাঙালি জাতির জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় অবিরাম সংগ্রাম করেছেন সেটি শিশুদের মাঝে তুলে ধরা এবং বুঝানোই দিবসটির অন্যতম লক্ষ্য।    

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিশু কালের সহমর্মিতা, বিপদে বন্ধুদের প্রতি হাত বাড়িয়ে দেয়ার মতো চারিত্রিক গুণাবলীর কথা উল্লেখ করে প্রধান বিচারপতি শিশুদের মধ্যে এসব গুণাবলী চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

শিশু সমাবেশে উপস্থিত শিশুদের মাঝে অনুষ্ঠান শেষে চকলেট বিতরণ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি