ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

‘হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে শহীদ হন পুলিশ সদস্যরা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৬ মার্চ ২০২৪ | আপডেট: ১০:৫৪, ২৬ মার্চ ২০২৪

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। 

প্রথমে পুলিশ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে বাংলাদেশ পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শ্রদ্ধা নিবেদন করেন পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরাও। 

এসময় পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অনার প্রদান করে। 

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একাত্তরে ২৫ মার্চ রাতে বাঙালি পুলিশ সদস্যরা পাকিস্তানী সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে শহীদ হয়েছিলেন।

১৯৭১ সালের আজকের দিনের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে উদ্বুদ্ধ হয়ে রাজারবাগের পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাদের আত্মোৎসর্গ বাঙালি জাতি কখনো ভুলবে না।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি