ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেনে ঈদযাত্রা

চলছে ৬ এপ্রিলের টিকিট বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ২৭ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে আগামী ৬ এপ্রিলের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট।

আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করে রেলওয়ে। আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। সেজন্য গত ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে। ৪ এপ্রিলের টিকিট ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ।

এ ছাড়া ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ, ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ এবং চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে, যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি