ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ৩ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে চায় চীন। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে একথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারিত্বমূলক সম্পর্ক প্রতিনিয়ত গভীর হচ্ছে এবং পারস্পারিক বাস্তবধর্মী সহযোগিতায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে।

ইয়াও ওয়েন আরও বলেন, বর্তমানে চীন ও বাংলাদেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছে। দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী চীন।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে আরও বিনিয়োগ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ চীন। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ যেন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে সমর্থন দেবে চীন। বাংলাদেশের`ভিশন ২০৪১‘ও স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনেও চীন সহযোগিতা করবে।

এ ছাড়া বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত। মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের প্রত্যাবাসন নিয়েও কথা হয় এ সময়।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি