জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল, শান্তি কামনায় বিশেষ দোয়া
প্রকাশিত : ১৪:২৮, ৫ এপ্রিল ২০২৪
পবিত্র রমজানের শেষ জুমা তথা জুমাতুল বিদায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে।
এদিন ১২টার আগে থেকেই মসজিদগুলো কানায়-কানায় পরিপূর্ণ হয়ে যায়। সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে মুসল্লিদের উপস্থিতি। জামাত শেষে দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা।
সরেজমিন দেখা যায়, আজানের সময়ই বায়তুল মোকাররম মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অন্যরকম উৎসাহ উদ্দীপনা নিয়ে অভিভাবকদের সঙ্গে জুমা পড়তে আসে শিশু-কিশোররাও।
মুসল্লিরা বলেন, রহমত, বরকত ও মাগফেরাতের মাস রমজান শেষ সময়ে উপনীত হয়েছে। তাই মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে শেষ জুমার দিন মসজিদে আগেভাগেই আমরা মসজিদে চলে এসেছি।
উল্লেখ্য, রমজানের শেষ জুমার দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে হচ্ছে শেষ শুক্রবার বা শেষ জুমা। ১৪৪৫ হিজরির রমজান মাসের শেষ জুমা হিসেবে আজকের দিনকে জুমাতুল বিদা বলা হচ্ছে।
এমএম//
আরও পড়ুন