পাশের দেশের সন্ত্রাসীদের সঙ্গে কুকি চীনের যোগাযোগ আছে: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ১৪:৫১, ৬ এপ্রিল ২০২৪ | আপডেট: ১৫:১৯, ৬ এপ্রিল ২০২৪
বান্দরবানের ঘটনায় পাশ্বর্বতী একটি দেশের সন্ত্রাসীদের সাথে কুকি চীনের যোগাযোগ আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার সকালে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দেশ থেকে কুকি চীনের অস্ত্র এসেছে কেএনএফের হাতে। সন্ত্রাসীদের নির্মূলে সরকার সাঁড়াশি অভিযান চালাবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
এছাড়া সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের উদ্বারে অগ্রগতি হওয়ারও তথ্য দেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচনার পাশাপাশি জলদস্যুদের ওপর নানামুখী চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জানান তিনি।
খুব শিগগির নাবিকদের মুক্ত করা সম্ভব হবে বলেও আশাবাদী পররাষ্ট্রন্ত্রী।
এএইচ
আরও পড়ুন