ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় ঈদ বুধবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৪, ৮ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামী বুধবার (১০ এপ্রিল)।

দেশটির ফতোয়া কাউন্সিল বিষয়টি নিশ্চিত করেছে।

সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল ২৯তম রোজার দিনে চাঁদ দেখা না যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে। 

এক বিবৃতিতে তারা বলেছে, আন্তর্জাতিক ও দেশীয় পর্যবেক্ষকের সাথে আলাপ করে জানা গেছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৪.২০ মিনিটে নতুন মাসের চাঁদের জন্ম হবে। একই দিনে সূর্যাস্ত যাবে ৫.৩৯ মিনিটে। ফলে এদিনই দৃশ্যমান হবে নতুন চাঁদ।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি