ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপ, পদ্মা সেতুর টোল প্লাজায় জটলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৯ এপ্রিল ২০২৪

ঈদযাত্রায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। গত কদিনের চেয়ে সোমবার রাত থেকে তুলনামূলক মানুষের চাপ রয়েছে এ পথে।

পদ্মা সেতুর সাতটি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় অব্যাহত থাকলেও সেতুর টোল প্লাজায় যানবাহনের জটলা দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে ওই মহাসড়কে মোটরসাইকেলের আধিক্য দেখা গেছে। নিজস্ব এই দুই চাকার যানটি দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছে মানুষ।

তবে পদ্মা সেতুর টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও মহাসড়কে যানবাহন চলাচল নিবিঘ্ন রয়েছে।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, সোমবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মঙ্গলবার সকাল থেকে যানবাহনের অধিক চাপ থাকায় টোল প্লাজায় কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে।

তিনি বলেন, তবে মহাসড়কে এবারের ঈদ যাত্রা নিবিঘ্ন। কোথাও কোনো বিড়ম্বনা নেই।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি