ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১১ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (১০ এপ্রিল) ঢাকার ভারতীয় হাইকমিশন বিষয়টি নিশ্চিত করেছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এই শুভেচ্ছা জানান তিনি।

এতে নরেন্দ্র মোদি উল্লেখ করেন, আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে ঈদ উদযাপন বিশ্বব্যাপী মানুষকে সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

চিঠিতে বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। একইসঙ্গে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি