ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

আনু মুহাম্মদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ২২ এপ্রিল ২০২৪

জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক আনু মুহাম্মদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

সোমবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জরি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।  

এছাড়া তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।  ডা. সামন্ত লাল সেন বলেন, আনু মুহাম্মদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য পরীক্ষা করে যা যা করার তা করা হবে। 

গতকাল রোববার চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের পাতা ও আঙ্গুল ক্ষতিগ্রস্থ হলে আনু মুহাম্মদকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী নির্দেশে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জরি ইনস্টিটিউটে নেয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি