পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকার বেশি টোল আদায়
প্রকাশিত : ১৫:০৫, ২৯ এপ্রিল ২০২৪
উদ্বোধনের ২২ মাসে এক হাজার ৫শ' কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রম করেছে পদ্মা সেতু।
আজ সোমবার দুপুরে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত শনিবার (২৭ এপ্রিল ২০২৪) পর্যন্ত তারা এক হাজার ৫শ' ২ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯শ টাকা টোল আদায় করেছে।
আরও জানানো হয়, এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১ কোটি ১২ লাখ ৯১ হাজার ৯৫টি। এরমধ্যে মাওয়া প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ৫৬ লাখ এক হাজার দুইশ’ ৩২টি। অপরদিকে, জাজিরা প্রান্ত থেকে যানবাহন পারাপার হয়েছে ৫৬ লাখ ৮৯ হাজার ৮শ’ ৬৩টি।
২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। এর পরদিন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সেতু চালু হওয়ার পর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। প্রথমদিনেই টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।
উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয় ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। বাংলাদেশের নিজস্ব অর্থে সেতুটি তৈরি করা হয়েছে।
২০১৪ সালের নভেম্বর মাস থেকে পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শুরু হয়। পদ্মা সেতুর ওপর প্রথম স্প্যান বসে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।
এএইচ
আরও পড়ুন