ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে অংশ নিয়েছে নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ৫ মে ২০২৪ | আপডেট: ১৬:৪৭, ৫ মে ২০২৪

Ekushey Television Ltd.

সুন্দরবনে আগুন লাগার পর ২৪ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইতোমধ্যে সে আগুন রাতে ছড়িয়ে পড়েছে বনের  ৫ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে। 

ফায়ার সার্ভিস, বনবিভাগ ও বন বিভাগের সহযোগী বিভিন্ন সংগঠনের সঙ্গে আগুন নেভাতে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড ও বিমান বাহিনী।

আজ সকালে বাংলাদেশ  বিমার বাহিনীর একটি হেলিকপ্টার আগুন জ্বলতে থাকা এলাকার ওপর দিয়ে টহল দিতে দেখা গেছে।

শুরুতে নৌ বাহিনীর মোংলা ঘাটির কমান্ডার লেফটেন্যান্ট আরাফাতুল আরেফিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স বাগেরহাট’র উপ পরিচালক মামসুন আহম্মেদ জানান, জেলার ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ভোলা নদী অনেক দুরে হওয়ায় পানি সংকটে আগুন নেভাতে সমস্যা হচ্ছে।  

তিনি জানান, কতটুকু এলাকা আগুন ছড়িয়ে পড়েছে তা নিধারণ করা যাচ্ছে না। বনের মধ্যে শুকনো গাছ আর পাতা পড়ে থাকার কারনে আস্তে আস্তে ভয়াবহ আকার ধারন করছে।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন গহীন বনে আগুন লাগার ঘটনা ঘটে। এর পর ২৪ ঘন্টা অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি