ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৯, ৯ মে ২০২৪ | আপডেট: ১২:২৪, ৯ মে ২০২৪

চট্টগ্রামে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে আকাশে উড্ডয়নরত অবস্থায় পতেঙ্গার বোট ক্লাবের পাশে কর্ণফুলী নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা। 

এসময় বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাসুট দিয়ে নেমে যেতে সক্ষম হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় লোকজন জানায়, আকাশে উড়ার সময় বিমানটিতে আগুন লেগে যায় এবং এরপর বিধ্বস্ত হয়। এটি ছড়িয়ে ছিটিয়ে কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বার্তায় জানানো হয়, ওয়াইএকে-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়। বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি