ঢাকা, রবিবার   ০৭ জুলাই ২০২৪

কাল ৯০ উপজেলায় ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ২৮ মে ২০২৪

আগামীকাল বুধবার ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ প্রস্তুতি হিসেবে আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

এবার ভোটগ্রহণ হবে ৯০টি উপজেলায়। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এরইমধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছেন প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে। 

ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। 

উপকূলীয় জেলার উপজেলাসহ ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯টি ও নানা জটিলতার কারণে আরও ৩টি উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। 

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি