ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে শিখেছে : প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৩, ৫ জুন ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে শিখেছে।
তিনি বলেন, ‘আমরা মানিয়ে নিতে শিখেছি।’
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজের সভাপতি কেট ফোর্বস আজ সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূরএলাহি মিনা সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ ঘূর্ণিঝড় ও বন্যার দেশ উল্লেখ করে শেখ হাসিনা এসব প্রাকৃতিক দুর্যোগে সহায়তার জন্য রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানান।

তিনি মুক্তিযুদ্ধের সময় তার বন্দী জীবন এবং ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর শরণার্থী জীবনের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ‘আমি শরণার্থীদের বেদনা ও দুর্দশা জানি এবং সেই কারণে আমরা তাদের (রোহিঙ্গাদের) মানবিক সহায়তা দিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, সরকার ভাসানচরে রোহিঙ্গাদের জন্য উত্তম সুবিধাসহ উন্নত আশ্রয়ের ব্যবস্থা করেছে।
তিনি বলেনে, ‘আমরা তাদের আমাদের পক্ষে যা সম্ভব তা দিচ্ছি।’
শেখ হাসিনা বাংলাদেশে তাদের কার্যক্রমের জন্য রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানান।

তিনি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে রেড ক্রিসেন্টের ভূমিকা ও কার্যক্রমেরও স্বীকৃতি দেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের প্রেসিডেন্ট কেট ফোর্বস শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে রেড ক্রিসেন্টের ভূমিকা ও কর্মকা-ের কথা স্মরণ করেন।
তিনি উল্লেখ করেন, রেড ক্রিসেন্ট সোসাইটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সরকারের সঙ্গে কাজ করছে এবং সরকারের কাছ থেকে সহযোগিতা ও সহায়তা পাচ্ছে।
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য ফোর্বস শেখ হাসিনার মানবিক মনোভাবের প্রশংসা করে বলেন, ‘এটি মানবিক দৃষ্টিভঙ্গির একটি উদাহরণ।’

তিনি বলেন, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং এ লক্ষ্যে তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ উদাহরণ হয়ে উঠেছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি