ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ঈদ শেষে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১০ জুন ২০২৪ | আপডেট: ১১:১১, ১০ জুন ২০২৪

দেশে আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে এরই মধ্যে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। এবার শুরু হচ্ছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।

আজ সোমবার (১০ জুন) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। আজ বিক্রি হচ্ছে ২০ জুনের টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২১ জুনের আসন বিক্রি হবে ১১ জুন; ২২ জুনের আসন বিক্রি হবে ১২ জুন; ২৩ জুনের আসন বিক্রি হবে ১৩ জুন এবং ২৪ জুনের আসন বিক্রি হবে ১৪ জুন।

পশ্চিমাঞ্চলে চলাচল করার আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের আসন বেলা ২টা থেকে বিক্রি করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি