একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান
প্রকাশিত : ১২:৪৯, ১২ জুন ২০২৪ | আপডেট: ১২:৫০, ১২ জুন ২০২৪
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রগতি অব্যাহত রাখতে হবে।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে পরিদর্শন ও সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।
বক্তব্য দেওয়ার সময় অশ্রুশিক্ত হয়ে পড়েন সেনাবাহিনী প্রধান।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির গর্ব হিসেবে প্রতিষ্ঠিত রাখার দৃঢ় প্রত্যয়ে সম্মিলিতভাবে কাজ করায় সকলের প্রতি সন্তুষ্ট প্রকাশ করছি।
এর আগে সেনাবাহিনী প্রধানকে স্বাগত জানান ১৯ পদাতিক ডিভিশন এবং শহীদ সালাউদ্দিন সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।
এরপর সেনাপ্রধান ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়ার সকল সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার নেন।
এসময় অন্যান্যদের মধ্যে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন