কলকাতা উপ-হাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেনের মেয়াদ বাড়ল
প্রকাশিত : ২০:৩৭, ১৩ জুন ২০২৪
ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) পদে আরও দুই বছর দায়িত্ব পালন করবেন সাংবাদিক রঞ্জন সেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বর্তমান নিয়োগের ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে ১৩ জুন বা যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
রঞ্জন সেন ২০২১ খ্রিষ্টাব্দের ৩০ সেপ্টেম্বর প্রথমবার উপ-হাইকমিশনে যোগদান করেন। এর পর দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয়।
চট্টগ্রামের সন্তান রঞ্জন সেন এর আগে দৈনিক সংবাদ, ইটিভি, এটিএন নিউজ, দেশটিভি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সাংপ্তাহিক বিচিত্রায় কাজ করেছেন।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করা এই গুণী সাংবাদিক ভারতের আইআইএমসি থেকে ডেভেলপমেন্ট জার্নালিজমে ডিপ্রোমা ডিগ্রি নিয়েছেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ক্যাপস্টেন ফেলোশিপ সম্পন্ন করেছেন।
এমএম//
আরও পড়ুন