ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গঙ্গা চুক্তি নিয়ে মমতার অভিযোগ উড়িয়ে দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২৮ জুন ২০২৪ | আপডেট: ২২:৪২, ২৮ জুন ২০২৪

বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন হলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, সরকারি তথ্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কোনো সত্যতা নেই।

নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেছেন, ২০২৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন হওয়ার কথা। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। এই অভ্যন্তরীণ কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারসহ সমস্ত প্রতিনিধিরা ছিলেন।

তিনি আরও উল্লেখ করেন, আগের সমস্ত অভ্যন্তরীণ কমিটির বৈঠকেও পশ্চিমবঙ্গ সরকার উপস্থিত ছিল। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটি বিবৃতি পাওয়া যায়, যেখানে চুক্তি পুনর্নবীকরণের সময় শিল্প বিকাশ এবং পানীয় জলের দাবিগুলো অন্তর্ভুক্ত করা উচিত বলে জানানো হয়েছিল।

অপরদিকে রেলওয়ে কানেক্টিভিটি নিয়ে এক প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত আলোচনার বিস্তারিত তুলে ধরেছেন পররাষ্ট্র সচিব। উভয় দেশই ডিজিটাল বা বাস্তব ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রানজিট ফি সম্পর্কে মুখপাত্র বলেন, এটি কারিগরি কমিটির তত্ত্বাবধানে রয়েছে। তারা যখন ফি এবং সুরক্ষার দিক সম্পর্কিত এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন, তখন আলোচনা করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গঙ্গার পানি বণ্টন ইস্যুতে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তাকে অন্ধকারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর শর্ত মানা হচ্ছে না। একতরফা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে মমতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বলেও জানান।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি