শুক্রবার সারাদেশেই বৃষ্টির আভাস
প্রকাশিত : ০৮:০৬, ২ আগস্ট ২০২৪
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় কুয়াকাটায় গত একসপ্তাহ ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বষ্টিপাত অব্যাহত আছে।
টানা বর্ষণে জনজীবিনে চরম স্থবিরতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে অসংখ্য মাছের ঘের ও পুকুর এবং বীজতলা তলিয়ে রয়েছে।
এছাড়া কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় শুক্রবার (২ আগস্ট) বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। এ দিন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ২০৫ মিলিমিটার।
এ ছাড়া সারাদেশে এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অফিস।বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কুতুবদিয়ায় ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এসবি/
আরও পড়ুন