ঢাকা, রবিবার   ১৯ জানুয়ারি ২০২৫

কোনো দলকে সহযোগিতার জন্য মাঠে নামিনি: সিইসি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪২, ৯ জানুয়ারি ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করা। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক "ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়" শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

সিইসি বলেন, আমরা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। আমরা চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। একটাই লক্ষ্য আমাদের।

তিনি আরও বলেন, আমরা কোন দলকে, কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনে জন্য। 

সিলেট অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল  হোসেন, মৌলভীবাজার জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারিসহ অনেকে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি