ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

এসডিজি অর্জনে নিজেদের মতো করে কৌশল ঠিক করতে হবে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা

প্রকাশিত : ১৭:৪১, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৪১, ২০ মার্চ ২০১৬

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে উন্নত বিশ্বের দিকে তাকিয়ে না থেকে বাংলাদেশকে নিজেদের মতো করে কৌশল ঠিক করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তবে অর্থায়ন বা প্রযুক্তির পাশাপাশি উন্নত দেশগুলোর নানা প্রতিবন্ধকতাও এসডিজি অর্জনে বড় চ্যলেঞ্জ বলে উল্লেখ করেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্র-এমডিজির ক্ষেত্রে অভাবনিয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। এখন ২০৩০ সাল নাগাদ এসডিজির লক্ষ্যমাত্রা কিভাবে অর্জন করা যাবে তা নিয়ে রাজধানির একটি হোটেলে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের এ আলোচনা সভা। শুরুতেই অর্থায়ন ও পরিবেশ রক্ষার মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন। তবে ব্যবসায়ী নেতারা বিনিয়োগ ও জ্বালানির চ্যালেঞ্জকে সামনে নিয়ে আসেন। আর সরকারের দক্ষতার অভাব ও অর্থপাচারের মতো ইস্যু তুলে ধরেন অর্থনীতিবিদরা। এসডিজি অর্জনে নীতি নির্ধারণী কৌশল কেমন হতে পারে, এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা। তবে বানিজ্যমন্ত্রীর মতে, আসল চ্যালেঞ্জ ভিন্ন। এজন্যে প্রয়োজন উন্নত দেশের সহযোগিতা। শুল্ক মুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখায় ইউরোপিয় ইউনিয়নকে ধন্যবাদও জানান মন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি