ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাংলাদেশ থেকে মাইক্রোসফট, গুগল কিংবা ফেইসবুকের মতো বড় প্রতিষ্ঠান তৈরিতে কাজ করবে ফেনক্স

প্রকাশিত : ১৭:৪০, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৪০, ২০ মার্চ ২০১৬

Fenoxবাংলাদেশ থেকে মাইক্রোসফট, গুগল কিংবা ফেইসবুকের মতো বড় প্রতিষ্ঠান তৈরিতে কাজ করবে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানী ফেনক্স। রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানীর কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের সিইও ডক্টর আনিস উজ্জামান এবং জেনারেল পার্টনার শামীম আহসান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের উদ্যোক্তা এবং সিলিকন ভ্যালির মধ্যে সেতুবন্ধনে কাজ করবে ফেনক্স। একই সাথে, বিদেশী ভোক্তা ও বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধনের মাধ্যম হিসেবে কাজ করবে। বাংলাদেশে দুই শ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে ২০১৪ সালে কার্যক্রম শুরু করে ফেনক্স।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি