ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অভিনেত্রী দিতির প্রতি শেষ শ্রদ্ধা জানালেন তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা

প্রকাশিত : ১৪:৩৬, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৪:৩৬, ২১ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির প্রতি শেষ শ্রদ্ধা জানালেন তার সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা। প্রিয় নায়িকাকে দেখতে সকালে এফডিসি প্রাঙ্গণে ছুটে আসেন তারা। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন দিতির মেয়ে লামিয়া। দিতির মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের অপূরনীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তার সহকর্মীরা। চিত্রনায়িকা দিতির মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে আনা হলে সেখানে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।  সহকর্মী ও ভক্তসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শেষ শ্রদ্ধা জানান প্রিয় অভিনেত্রীকে। পরে জানাজায় অংশ নেন তারা। জানাজার আগে দিতির জন্য সবার কাছে দোয়া চান তার মেয়ে লামিয়া চৌধুরী। মাত্র ৫২ বছর বয়সে দিতির চলে যাওয়াকে কিছুতে মেনে নিতে পারছেন না তার সহকর্মীরা। নব্বই দশকের সাড়াজাগানো নায়িকা দিতির বর্ণাঢ্য কর্মজীবন শ্রদ্ধাভরে স্মরণ করেন চলচ্চিত্র পরিচালক ও শিল্পীরা। এফডিসিতে তৃতীয় জানাজার পর তার মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নারায়নগঞ্জের সোনারগাঁয়ে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি