ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী খুনের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

প্রকাশিত : ১৭:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাকিল খুনের ঘটনায় প্রধান আসামি পিয়াসসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কোতোয়ালী থানার এএসপি আব্দুর রশিদ। এসময় গ্রেফতার এলপিয়াস, পিয়াস এবং তোবাকে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে  জানানো হয়, গফরগাঁও উপজেলার পাগলা ও কিশোরগঞ্জের হোসেনপুর সীমান্ত এলাকা থেকে আসামিদের আক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি