ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত পথেই চলতে চায় বাণিজ্যিক ব্যাংকগুলো

প্রকাশিত : ১৯:০০, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০০, ২১ মার্চ ২০১৬

নিরাপত্তা ঝুঁকি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত পথেই চলতে চায় বাণিজ্যিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্ণর ফজলে কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এর সদস্যরা এ কথা জানান। এদিকে, অর্থ চুরি ঠেকাতে বিশ্বের অন্য ব্যাংকগুলোকে সর্তক থাকার পরামর্শ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠানের সমবায় সংস্থা সুইফট। হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮শ' কোটি টাকা চুরির ঘটনায় মামলা দায়েরের পর থেকেই তদন্ত শুরু করেছে সিআইডি। সোমবারও সংস্থাটির বেশ কয়েকজন সদস্য বাংলাদেশ ব্যাংকে সরেজমিন তদন্ত করেছেন। এরআগে, সকালে নবনিযুক্ত গভর্নর ফজলে কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে কেন্দ্রীয় ব্যাংকে যান সব সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা। সেসময় কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংকের নিরাপত্তা ঝুকি এড়াতে করনীয় সম্পর্কে আলোচনা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, চলমান পরিস্থিতিতে কেন্দ্রিয় ব্যাংককে সকল সহায়তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন  এবিবির সদস্যরা। গভর্নরের সঙ্গে আলোচনা শেষে বিভিন্ন ব্যাংকের নির্বাহী প্রধানরা বলেন, নিজ নিজ ব্যাংকের নিরাপত্তা জোরদারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত পথেই চলবেন তারা। এদিকে, বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির কারণ হিসেবে অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত ত্রুটিকেই দায়ী করছে সুইফট। আর এবিষয়ে বিশ্বের সব ব্যাংককে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি আরো একবার পরীক্ষা করে দেখতে লিখিত নির্দেশনা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি