ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

নিয়োগের দাবিতে অনশনে শিক্ষক নিবন্ধনধারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ১৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:২৭, ১৫ জুলাই ২০১৭

নিয়োগের দাবিতে অনশন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নেওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা। শনিবার ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে নিবন্ধনধারীরা নিয়োগের দাবিতে একদিনের অনশন কর্মসূচি করে।

নিয়োগবঞ্চিত জাতীয় ঐক্য পরিষদ’র সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, এ অনশন কর্মসূচিতে এনটিআরসিএ নিবন্ধিত হয়েও নিয়োগবঞ্চিত থাকা প্রায় পাঁচ হাজার জন দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে এসে অংশ নেয়। অংশ নেওয়া সবাই ১-১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগবঞ্চিত বলে জানান তিনি।

তিনি বলেন, এনটিআরসিএ নিবন্ধিতদের নিয়োগ না দিয়েই আবারও শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যা কোনোভাবেই কাম্য নয়।

কর্মসূচি চলাকালীন অনশনস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি।

আর/ডব্লিউ্এন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি