ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে এখনই ভাবছে না সরকার জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত : ১৮:২৭, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:২৭, ২ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে এখনই ভাবছে না সরকার, সবসময় জাতীয় স্বার্থ বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী । মঙ্গলবার সংসদের প্রশ্নউত্তর পর্বে তিনি একথা বলেন। পররাষ্ট্র মন্ত্রী বলেন, সম্পর্কের টানা পোড়েণ থাকলেও যেকোন দেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এমন নয়। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয় সরকারের বিবেচনায় রয়েছে, জাতীয় স্বার্থ মাথায় রেখেই সিদ্ধান্ত নেয়া হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি