ঢাকা, বুধবার   ০৯ অক্টোবর ২০২৪

প্রথমবারের মত জিকা-ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত

প্রকাশিত : ১৯:৪৫, ২২ মার্চ ২০১৬ | আপডেট: ১২:৩৫, ২৩ মার্চ ২০১৬

দেশে প্রথমবারের মত জিকা-ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি শনাক্ত হয়েছে। ষাটোর্ধ্ব এই ব্যাক্তির বাড়ি চট্টগ্রামে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চত করা হয়। জিকা ভাইরাস প্রাণ ঘাতি নয়, তবে গর্ভে থাকা সন্তানের অপরিপক্ক মস্তিষ্ক নিয়ে জন্মানোর ঝুকি থাকে বলেই সর্তকতা অবলম্বনের পরামর্শ চিকিৎসকদের। জিকা ভাইরাস বর্তমানে বহুল আলোচিত একটি নাম। প্রাণঘাতি না হলেও, এ ভাইরাসে আক্রান্ত শিশুর মাথা হতে পারে ছোট। মস্তিষ্কের গঠন হতে পারে অপূর্ন। বিশ্বস্বাস্থ্য সংস্থা এরিমধ্যে বিশ্বব্যাপী সর্তকতা জারি করেছে। বাংলাদেশও এর বাইরে নয়। উদ্যেগ-উৎকন্ঠা থাকলেও সরকারের পক্ষ থেকে অবশ্য বিষয়টি এতদিন স্বীকার করা হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়মিত পর্যবেক্ষনের ভিত্তিতে গেল বছরের সংগ্রহ করা নমুনায় এক মানুষের রক্তে জিকা-ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। সংবাদ সম্মেলনে সে ঘোষণাই দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তবে, গর্ভবর্তী নারীদের ভাইরাসটির বাহক মশা থেকে নিরাপদে থাকার পরামর্শ চিকিৎসকদের। এদিকে, আসন্ন বর্ষা মৌসুমে এডিস মশা’র প্রকোপ থেকে নিজেকে নিরাপদ রাখতে আশে পাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি