ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:২৩, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:২৩, ২ ফেব্রুয়ারি ২০১৬

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মী নিখোঁজ হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। জাতীয় স্বার্থ বিবেচনায় রেখেই দেশটির সাথে কুটনৈতিক সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এদিকে একের এক  পাকিস্তানের ঔদ্ধত্বপূর্ণ আচরণ শিষ্টাচার বর্হিভূত বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। গেলো সোমবার সুনিদ্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক কর্মচারীকে আটকের পর কোনো কারণ ছাড়াই ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের কর্মকর্তাকে আটক করে সেদেশের পুলিশ। তবে নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর গভীর রাতে বাসায় ফেরেন তিনি। এ ঘটনায় আবারো উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। এ প্রেক্ষাপটে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে ডেকে কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি কূটনৈতিকপত্র দেয় বাংলাদেশ। পরে সংসদের প্রশ্নউত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয় সরকারের বিবেচনায় রয়েছে। এদিকে পাকিস্তানের এমন আচরণকে ঔদ্ধত্যপূর্ণ ও কূটনৈতিক শিষ্ঠাচার বর্হির্ভূত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি