ঢাকা, বুধবার   ০৩ জুলাই ২০২৪

ব্রাসেলস বিমানবন্দরে সন্দেহজনক হামলাকারীকে খুঁজতে নোটিশ জারি

প্রকাশিত : ১০:৩৩, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৫২, ২৩ মার্চ ২০১৬

ব্রাসেলস বিমানবন্দরে বোমা হামলাকারী তিনজনের নাম প্রকাশ করেছে বেলজিয়ামের সংবাদ মাধ্যম। তারা হলো- খালিদ, ইব্রাহিম আল বুখারি ও নাজিম। সিসিটিভি’র ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। এ’ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে ইউরোপজুড়ে। সন্ত্রাসবাদী হামলার পর নিরাপত্তার ঘেরাটোপে গোটা বেলজিয়াম। ব্রাসেলসের রাস্তায় রাস্তায় চলছে পুলিশের টহল। এরই মধ্যে সিসিটিভি’র ফুটেজ দেখে সন্দেহভাজন তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে খালিদ ও ইব্রাহিম আল বুখারি নামে দুই ভাই জাভেন্তেম বিমানবন্দরে আত্মঘাতি হামলা চালায়। নাম পরিবর্তন করে ব্রাসেলসের একটি ফ্লাটে থাকতো ইব্রাহিম। গেলো সপ্তাহে সেই এলাকায় পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়। ওই অভিযানে প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আব্দে সালামের আঙ্গুলের ছাপ পায় পুলিশ। অপর সন্দেহভাজন নাজিমকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ। এই জঙ্গিকে ধরতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বেলজিয়াম সরকার। নারকীয় ওই হামলার নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। যে কোন মূল্যে জঙ্গি নির্মূলের ঘোষণা দিয়েছেন তারা। ব্রাসেলসের শোকে সংহতি প্রকাশ করে নিউইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্র এবং প্যারিসের আইফেল টাওয়ারে বেলজিয়ামের পতাকার রঙে আলোকসজ্জা করা হয়। এছাড়া, সন্ত্রাসী হামলা রোধে ইউরোপজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি