ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আফগানিস্তান আইএস বিরোধী জোটে যোগ দিয়েছে

প্রকাশিত : ২০:২৫, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:২৫, ২ ফেব্রুয়ারি ২০১৬

জঙ্গী গোষ্ঠি আইএস বিরোধী জোটে যোগ দিয়েছে আফগানিস্তান। ইটালির রাজধানী রোমে আইএস বিরোধী জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এক বৈঠকে এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এসময় তিনি আইএস এর বিরুদ্ধে আরো শক্তিশালী অবস্থান নেয়ার কথা জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় আরো বিশেষ বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সিরিয়া ও ইরাক থেকে আইএস পিছু হটলেও লিবিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি