ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশিদের যাতায়াতের নিয়ম শিথিল করলো ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৩, ২৫ জুলাই ২০১৭ | আপডেট: ২১:৩৭, ২৫ জুলাই ২০১৭

বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়া আসার ক্ষেত্রে বিদ্যমান নিয়ম-কানুন আরও সহজ করা হয়েছে। এখন থেকে বাংলাদেশিরা ভারতীয় ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর, দু’টি সমন্বিত চেকপোস্ট (বেনাপোল-হরিদাসপুর ও দর্শনা-গেদে) এবং ভিসায় উল্লেখিত একটি আগমন ও নির্গমন বন্দরের যে কোনোটি ব্যবহার করতে পারবেন।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে শুধু ভিসায় উল্লিখিত আগমন ও নির্গমন বন্দর দিয়েই ভারতে যাতায়াত করা যেত। তবে এ নিয়ম শিথিল করায় এখন থেকে বাংলাদেশিরা ভিসায় নির্দেশিত পথ ছাড়াও ভারতের ২৪টি বিমানবন্দর কিংবা দুটি সমন্বিত চেকপোস্টের যে কোনোটি ব্যবহার করতে পারবেন।  

যেসব আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে যাতায়াত করা যাবে সেগুলো হলো- আহমেদাবাদ, লখনৌ, অমৃতসর, বাগডোগরা, ব্যাঙ্গালুরু, কালিকট, চণ্ডিগড়, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটুর, গোয়া, দিল্লি, গয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, থ্রিচি, ত্রিবান্দ্রাম ও বারানসি।

ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি