ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে সন্ত্রাসীর গুলিতে আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু

প্রকাশিত : ১৬:৩৫, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৫, ২৩ মার্চ ২০১৬

Murderনোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস এলাকায় সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত ছাত্রলীগ কর্মী মো. ইয়াসিন মারা গেছেন। এ নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩-এ। গেলো মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় মাদক বিক্রিসহ বিভিন্ন বিষয়ে স্থানীয় সাজুর সঙ্গে কথা কাটাকাটির জের ধরে সোমবার রাতে রাজিব ও তার দুই বন্ধু ওয়াসিম এবং ইয়াসিনকে পুরাতন কলেজ এলাকায় গুলি করা হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। আহত ওয়াসিম সকালে ঢাকায় আনার পথে মারা যান। ইয়াসিনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় সাজুসহ ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি