
গোয়েন্দা নজরদারী বাড়ানো সহ সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে এবার এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, গেল ৫ বছরের ধারাবাহিকতায় এবারোও পহেলা এপ্রিল পরীক্ষা শুরুর কথা থাকলেও এবার তা হচ্ছে ৩রা এপ্রিল থেকে। তবে, যথা নিয়মে ষাট দিনের মধ্যেই ফলাফল প্রকাশের সবধরনের প্রস্তুতি আছে বলেও জানান শিক্ষা মন্ত্রী। পরিক্ষার সাথে সংশ্লিষ্ট সব বিভাগের ভালো সমন্বয়ে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে বিধায়, সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করার আশাবাদ শিক্ষামন্ত্রীর।