ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দেশিয় গ্রাহকদের জন্য পর্যাপ্ত মজুদ রেখেই ভারতে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করা হচ্ছে: তারানা হালিম

প্রকাশিত : ১৯:০৯, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:০৯, ২৩ মার্চ ২০১৬

দেশিয় গ্রাহকদের জন্য পর্যাপ্ত মজুদ রেখেই ভারতে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি করা হচ্ছে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অন্যান্য দেশ চাইলে তাদের কাছেও রপ্তানী করা সম্ভব বলেও দাবি করেছেন তিনি। এদিকে ভারতের কাছ থেকে আমদানী করা বিদ্যুত গ্রাহকদের কাছে চলমান দামেই সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পারস্পরিক সহযোগিতামূলক দুটি কর্মসূচি উদ্বোধন করেন। যাতে, ভারত থেকে সুলভ মূল্যে আমদানী করা হচ্ছে ১’শ মেগাওয়াট বিদ্যুত আর রপ্তানি করা হচ্ছে ১০ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ। দেশের উন্নয়নের লক্ষ্যেই বিদ্যুত আমদানী করা হচ্ছে বলে জানালেন বিদ্যুত প্রতিমন্ত্রী। সমস্যা সমাধানে আন্ত:দেশীয় গ্রিডের মাধ্যমে ভুটান-নেপাল থেকেও বিদ্যুত আমদানী করার প্রক্রিয়া চলছে বলে জানালেন তিনি। অন্যদিকে, দেশের বিশাল সংখ্যক গ্রাহকদের চাহিদা মাথায় রেখেই উদ্বৃত্ত ইন্টারনেট ব্যান্ডউইথ থারতে রপ্তানী করা হচ্ছে।  ভবিষ্যতে অন্যান্য দেশেও ব্যান্ডউইথ রপ্তানী করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। দেশের উন্নয়নের লক্ষ্য সামনে রেখেই সরকার উদ্যেগ গ্রহণ করে দ্রুত  বাস্তবায়ন করছে বলেও জানান দুই প্রতিমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি