ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দৃশ্যমান হয়েছে পদ্মাসেতুর পিলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ৩১ জুলাই ২০১৭

স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের কাজ এগিয়েছে ৪৬ শতাংশ। জাজিরা পয়েন্টে দৃশ্যমান হচ্ছে পিলার। ইতিমধ্যে ৩৭ ও ৩৮ নম্বর পিলার দুটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসের শুরুতেই পিলার দুটির উপরিভাগে ঢালাই দেওয়া হবে।

এছাড়া ৪২টি পিলারের প্রতিটির জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কোনো কোনোটির পাইলিং শেষ হয়েছে। কোনোটির উপরে ক্যাপ লাগানো হচ্ছে।

তবে  এটি চূড়ান্ত হিসাব নয় বলে জানান প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।

তার মতে, আগামী দু-একদিনের মধ্যেই জুলাই মাসের পুরো রিপোর্ট বের হলে এ হিসাব একটু যোগ-বিয়োগ হতে পারে।

তিনি বলেন, প্রকল্পের সামগ্রিক অগ্রগতি সন্তোষজনক। পিলার দৃশ্যমান হয়েছে। অন্য সব কাজ এগিয়ে চলছে। আশা করা হচ্ছে, নির্দিষ্ট সময়েই প্রকল্পের কাজ শেষ হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দিনরাত তিন শিফটে প্রকল্পের কাজ চলছে। দিনের কোনোভাগেই কাজ বন্ধ রাখার কোনো সুযোগ নেই। ৪২টি পিলারের মধ্যে বাকি পিলারগুলোর ওয়াশিং শুরু হবে খুব শিগগিরই।

প্রকল্পের মাওয়া পয়েন্টে বিশাল আকারের ইয়ার্ড বসিয়ে সেতুর জন্য ছোট স্প্যান তৈরির কাজ চলছে। ইতিমধ্যে ৭টি স্প্যান তৈরি হয়েছে। যেগুলো সেতুতে স্থাপনের উপযোগী। সেতুর জন্য মোট ২৪০টি টিউব প্রয়োজন। যার মধ্যে প্রায় ২০০টি টিউব তৈরি করা হয়েছে। বাকিগুলো তৈরির কাজ চলছে।

 প্রকল্প সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত দুই মাসের প্রবল বর্ষণেও থেমে নেই স্বপ্নের পদ্মা সেতুর কাজ। তবে চলতি মাসের মাঝামাঝি কাজের গতি সামান্য কমে যায়। পানি বেড়ে যাওয়ায় হ্যামার চালানো খুব কঠিন হয়ে পড়ে ছিল।

পদ্মা সেতু নির্মাণকাজের প্রকৌশলীরা জানিয়েছেন, দুই পাড়ে ১২টি করে ২৪টি পিলার ছাড়াও ৪২টি মূল পিলারের ওপর ৪১টি সুপারস্ট্রাকচার বসবে। এর মধ্যে ২০টি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। বাকিগুলো তৈরির কাজ চলছে চীনের সাংহাই শহরের সিং হোয়াং দাও কারখানায়। তৈরি অবস্থাতেই এগুলো বাংলাদেশে এনে সেতুতে বসানো হবে।

ডব্লিউএন

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি