ক্রিকেটার সাকিব আল হাসানের জন্মদিন আজ
প্রকাশিত : ১৮:৫৬, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫৯, ২৪ মার্চ ২০১৬
সাকিব আল হাসান এ মুহুর্তে বাংলাদেশের অপরিহার্য খেলোয়াড়। তার অল রাউন্ড নৈপূণ্য দিয়ে নিজের কওে নিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডারের আসনটি। আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন এ তারকা ক্রিকেটার। দর্শক সাকিবের জন্ম দিনে চলুন জেনে নেই তার ক্যারিয়ারের উল্ল্যেখযোগ্য কিছু দিক।
পুরো নাম সাকিব আল হাসান। তবে সবার কাছে সাকিব নামেই বেশী পরিচিত। সতীর্থরা সাকি নামেও ডেকে থাকেন। বাহাতী এ অল-রাউন্ডার ১৯৮৭ সালের ২ শে মার্চ খুলনার মাগুড়াতে জন্ম গ্রহণ করেন। ২০১৫ সালে জানূয়ারীতে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বও ক্রিকেটার হন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধুলাতেও তালিম নেন সাকিব। বা হাতে স্পিন বোলিং করেন এ তারকা। তাছাড়া মিডল অর্ডাওে কার্যকর ব্যাটিংও করেন সাকিব।
২০০৬ সালেল আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তার। এ পর্যন্ত ১৫৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরিতে ৪ হাজার ৩শ ৯৮ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ২০৬টি।
২০০৭ সালের ১৮ই মে ভারতের বিপক্ষে টেস্টে অীভয়েক হয় সাকিবের। ৪২টি টেস্টে ৩টি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরিতে ২ হাজার ৮শ ২৩ রান করেছেন। আর ১৪৭টি উইকেট শিকার করেছেন।
২০০৬ সালের ২ শে নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সাকিব আল হাসানের। এখ পর্যন্ত ৫৩টি ম্যাচ খেলে ৬টি অর্ধ শতকে ১ হাজার ১শ ১ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৬৫টি।
সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪হাজার রান করার গৌরভ অর্জন করেন। এছাড়া টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রান ও ৫০ উইকেট নেন। সাকিবের ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। হয়েছেন সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়, ওয়ান ম্যান আর্মি।
আরও পড়ুন