ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির পর, সাইবার নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসেছে খোদ যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৯:২৮, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৩০, ২৪ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির পর এবার সাইবার নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসেছে খোদ যুক্তরাষ্ট্র। নতুন করে খতিয়ে দেখতে শুরু করেছে হ্যাকিং সংক্রান্ত যাবতীয় তথ্য। কঠোর হয়েছে বিচার বিভাগও। এরইমধ্যে মার্কিন সামরিক তথ্য হ্যাকিংয়ের দায়ে চীনের এক নাগরিককে সাজা দেয়া হয়েছে। hackingনিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলে। হুমকির মুখে পড়ে বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা। আলোচনা আসে হ্যাকাররা, যদিও অনেক ক্ষেত্রেই ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে তারা। তবে এবার উদ্যোগী হয়েছে খোদ যুক্তরাষ্ট্র।  সামরিক তথ্য হ্যাকিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করেছে চীনের নাগরিক সু বিনকে। তাকে ৫ বছরের সাজা ও আড়াই লাখ ডলার জরিমানা করছে মার্কিন বিচার বিভাগ। কর্তৃপক্ষ জানায়, ২০০৮ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত ক্যানাডায় বসেই মার্কিন যুদ্ধ ও কার্গো বিমানসহ বিভিন্ন অস্ত্র সম্পর্কিত তথ্য হ্যাক করে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। পরে যা পাচার করা হয় চীনে। হ্যাকিংয়ের সাথে চীনাদের যুক্ত থাকার ইতিহাস এটাই প্রথম নয়। এরআগে ২০১৪ সালেও চীনা সামরিক বাহিনীর ৫ সদস্যের বিরুদ্ধে মার্কিন সামরিক তথ্য হ্যাকিংয়ের অভিযোগ উঠে। এরইমধ্যে ২০১২ ও ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ব্যাংকের ঘটনায় তদন্তে বের হয়ে এসেছে নতুন তথ্য। মার্কিন বিচার বিভাগ এ ঘটনায় প্রথমবারের মতো ৬ ইরানী নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে । তথ্য-প্রযুক্তিতে শীর্ষে থাকা এই দেশটির উদ্যোগ বাংলাদেশের জন্য কতখানি কাজে আসবে, তা নিশ্চিত না হলেও, হ্যাকাররা নড়ে-চড়ে বসবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি