ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ইউপি নির্বাচনে বিজিবি’র গুলির ঘটনা ইচ্ছাকৃত নয়, পরিস্থিতিই বাধ্য করেছে- মহাপরিচালক

প্রকাশিত : ২১:৪২, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ২২:৩০, ২৪ মার্চ ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজিবি সদস্যদের গুলির ঘটনা ইচ্ছাকৃত নয়, পরিস্থিতিই বাধ্য করেছে। এমনটাই দাবি করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, সব প্রক্রিয়া অনুসরণ করেই দায়িত্ব পালনে এমন ঝুঁকি নিতে হয়েছে। তবে, এমন ঘটনা অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত বলেও মনে করেন তিনি। রাজধানীর পিলখানায় সদরদপ্তরে বিজিবির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য টেলি কলসালটেশন ও টেলি মেডিসিন কর্মসূচির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ’ এর মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজিবি সদস্যদের গুলির ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। তিনি বলেন, গুলির ঘটনা অনাকাঙ্খিত। ইউপি নির্বাচনে মঠবাড়িয়া ও টেকনাফের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঐ অ্যাকশনের ব্যাখ্যাও তুলে ধরেন বিজিবি মহাপরিচালক। তিনি আরও বলেছেন, স্থানীয়রা সহযোগিতা না করে যদি উল্টো অপ্রীতিকর ঘটনা ঘটায়, তার দায়ভার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পড়ে না।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি