ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিজার্ভের অর্থ চুরির বিষয়ে চলমান তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে- বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

প্রকাশিত : ২২:০৮, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ২২:১১, ২৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

রিজার্ভের অর্থ চুরির বিষয়ে চলমান তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। আর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দিতে সোমবার বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত সার্চ কমিটির প্রধান ড. কাজী খলীকুজ্জামান আহমদ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর থেকেই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট দেশের সরকার। ব্যাংকের ভেতরে-বাইরে শুরু হয় তদন্ত। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানালেন, অর্থচুরির ঘটনা তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তিনি জানান, তদন্ত ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি ছিল। তবে এখন সাংবাদিকরা চাইলে আগের মতোই ব্যাংকে প্রবেশ করতে পারবেন। এদিকে, রিজার্ভ চুরির ঘটনায় অব্যাহতি দেয়া দুই ডেপুটি গভর্নর মোহাম্মদ আবুল কাশেম ও নাজনীন সুলতানার শূন্য পদ পূরণে কাজ করছে সার্চ কমিটি। কমিটির প্রধান পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন। পরে, ডেপুটি গভর্ণরের নিয়োগ নিয়ে আপডেট জানান তিনি। ১৩ই এপ্রিলের মধ্যে কারা ডেপুটি গভর্নর পদের জন্য আবেদন করতে পারবেন, তাও জানান ড. খলীকুজ্জমান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি