ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

তনুর হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহবান ড. হাছান মাহমুদের

প্রকাশিত : ১৯:৩৮, ২৫ মার্চ ২০১৬ | আপডেট: ২০:২৮, ২৫ মার্চ ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষাথী সোহাগী জানান তনু হত্যাকারীরা যত শক্তিশালী হোক তাদেরকে বিচারের আওতায় আনার আহবান জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শুক্রবার সাকলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলে এ সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরনে সমাবেশে ড. হাছান মাহমুদ এ দাবি করেন। এছাড়া তিনি বলেন, বিএনপি জামাত যে ভাবে জীবন্ত মানুষকে বোমা মেরে হত্যা করেছে, এটা মানবতা অপরাধ। এই অপরাধে বিএনপি জামাতের বিচার দাবি করেন ড.হাছান মাহমুদ। ব্রাসেলে সন্ত্রাসী হামলায় আন্তজার্তিক সন্ত্রাসী চক্র জড়িত কিনা তা তদন্ত করার আহবান জানান ইউরোপী ইউনিয়নের প্রতি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি