ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে নির্মিত হলো নারী উদ্যোক্তাদের বাজার ‘জয়িতা’

প্রকাশিত : ১০:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:১৬, ৩ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর পর এবার ময়মনসিংহে নির্মিত হলো নারী উদ্যোক্তাদের বাজার ‘জয়িতা’। সীমান্তবর্তী হালুয়াঘাটে নির্মিত হলেও, এখানে থাকছে ট্রেনিং, ডে-কেয়ার সেন্টারসহ নানা সুবিধা। ৪ ফেব্র“য়ারি ‘জয়িতা’র উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। নারীদের স্বাবলম্বী করতে সরকারের এমন উদ্যোগে খুশি নারী উদ্যোক্তারা। ‘জয়িতা’ প্রতিষ্ঠার লক্ষ্যই নারীকে স্বাবলম্বী করা। ঢাকার পর ময়মনসিংহের হালুয়াঘাটেও সেই লক্ষ্যের ব্যত্যয় নেই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তত্বাবধানে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নারী মার্কেটটি। ব্যতিক্রমী এই মার্কেটে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। এ ধরণের উদ্যোগ সরকারের ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা। জেলা মহিলা পরিষদ ও চেম্বার নেতারাও বলছেন, নারীদের এগিয়ে নেবে জয়িতা। অবহেলিত ও বঞ্চিত নারীদের জন্য এমন উদ্যোগ সব বিভাগীয় শহরে নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি