ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রোববার কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ১৭ আগস্ট ২০১৭

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিতে রোববার কুড়িগ্রামের রাজারহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কুড়িগ্রাম জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। সেখানে বিএনএফ স্কুল প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী।

এবারের বন্যায় জেলার ৯ উপজেলার ৬২টি ইউনিয়নের ৪ লাখ ৬৯ হাজার ২০৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪২ হাজার ৩৫১ হেক্টর কৃষি জমি ও ৪৪ কিলোমিটার বাঁধ।

জেলা ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, জেলায় ৮৫২ মেট্রিক টন জিআর চাল ও ২৩ লাখ ৫ হাজার টাকা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

এদিকে বন্যার পানি কমতে শুরু করেছে কুড়িগ্রামে। শহরের আশপাশের এলাকায় পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। বৃহস্পতিবার সকালে ধরলার পানি ৫৬ সেন্টিমিটার ও চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি কমে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুধবার রাতে বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জন।

আরকে/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি