ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

এলেনা ভেসনিনার কাছে ২-১ সেটে হেরে টুর্নামেন্ট শেষ করেন ভেনাস

প্রকাশিত : ১৬:৩৮, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ২৬ মার্চ ২০১৬

tenisমিয়ামি ওপেন থেকে ভেনাস উইলিয়ামসের বিদায়। ফ্লোরিডায় এলেনা ভেসনিনার কাছে ২-১ সেটে হেরে টুর্নামেন্ট শেষ করেন ভেনাস। অবাছাই এলেনা ভেসনিনার অঘটনের জন্ম দেন। প্রথম সেটে দশম বাছাই যুক্তরাষ্ট্রের খেনাস উইলিয়ামসের বিপক্ষে ৬-০ গেমে জিতেন। কিন্তু পরের সেটেই ঘুড়ে দাড়ান দশম বাছাই ভেনাস। টাইব্রেকারে সেট জিতেন ৭-৬ গেমে। এরপর তৃতীয় ও শেষ সেটে আর কুলিয়ে উঠতে পারেননি তিনি। এলেনা ভেসনিনার কাছে ৬-২ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিন বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের এ তারকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি