ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুক্তিযুদ্ধের মূল চেতনা ‘গণতন্ত্র’ দেশে অনুপস্থিত, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় বিএনপি নেতাদের

প্রকাশিত : ১৯:২০, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:২১, ২৬ মার্চ ২০১৬

মুক্তিযুদ্ধের মূল চেতনা ‘গণতন্ত্র’ দেশে অনুপস্থিত উল্লেখ করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন বিএনপি নেতারা। সংকট উত্তরণে সংলাপের বিকল্প নেই বলেও মনে করছেন তারা। রাজধানীতে পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা আর মুক্তিযুদ্ধ স্মরণ করতে বিজয় র‌্যালীর করে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালীতে অংশ নেয় বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালীর শুরুতে স্বাগত বক্তব্যে, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সফলতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। পরে নয়াপল্টন থেকে র‌্যালীটি শুরু হয়ে রাজধানীর মালিবাগে গিয়ে শেষ হয়। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীরা। সেখানে স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান জানান, গণতন্ত্রের সংকট উত্তরণে সংলাপের বিকল্প নেই। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পাশাপাশি হয় মিলাদ মাহফিল ও দোয়া।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি