ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সড়কে পশুর হাট বসতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ২০ আগস্ট ২০১৭

সড়ক-মহাসড়কের কোথাও কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত এক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। কোন অনিয়ম হলেই ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোরবানির পশু বহনকারী ট্রাক পুলিশ রাস্তার যেকোনো স্থানে থামাতে পারবে না।

এদিকে সড়ক ও মহাসড়কের উপর পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরকে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি