ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে জিকা ভাইরাস সংক্রমণের প্রমাণ

প্রকাশিত : ১০:৪১, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১০:৪১, ৩ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো স্থানীয়ভাবে জিকা ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। তবে মশার কামড়ে নয় শারিরীক সম্পর্কের কারণে আক্রান্ত ব্যাক্তির মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। টেক্সাস অঙ্গরাজ্যের স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, রোগিটি জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে আসেনি। তবে তার পার্টনার সম্প্রতি ভেনেজুয়েলা থেকে ভ্রমণ করে এসেছেন। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপি এ বিষয়ে সতর্কতা জারি করেছে। এই ভাইরাস সংক্রমণের মাধ্যমে বিশ্বে কয়েক হাজার শিশু অপরিণত মস্তিস্ক নিয়ে জন্মগ্রহণ করেছে। চলতি বছর ৩০ থেকে ৪০ লাখ ব্যক্তি এ ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি