ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রসর হওয়ায় আলেপ্পো থেকে পিছু হটছে বিদ্রোহীরা

প্রকাশিত : ১৩:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০১৬

রাশিয়ার বিমান হামলা ও সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার কারণে আলেপ্পো থেকে পিছু হটছে বিদ্রোহীরা। যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘের উদ্যোগে আজ যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সরকারি বাহিনী অগ্রসর হওয়াতে এ আলোচনা হুমকির মুখে পড়েছে। জাতিসংঘের রাষ্ট্রদূত স্টেফেন জানান, এর কারণে আলোচনা অকার্যকর হলে দ্বিতীয়বার বসার জন্য চেষ্টা চালিয়ে যাবেন তিনি। এর আগেই আলেপ্পো এবং হোমস শহরে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর আক্রমণের কারণে আলোচনা অংশ নেবে না বলে জানিয়েছিলো বিরোধী দল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি